রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৫০৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শেষ ২৪ ঘণ্টায় বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫০৫ জনে। আর শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় ৫৭। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৫৬৮ জনে। আগের দিন রাজশাহী বিভাগে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন বিভাগে কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৭ হাজার ৯৪২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ৩৭২ জন। বাঘা উপজেলায় ১৯৩ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬৩ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৫৬৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৫ জনের। এদিন নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৯ হাজার ২৯১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৯৪২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০৩৮ জন, নওগাঁ ২০৬২ জন, নাটোর ১৫৭৩ জন, জয়পুরহাট ১৬০১ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৯৯০ জন, সিরাজগঞ্জ ৩৪৭৯ জন ও পাবনা জেলায় ২৮৭৩ জন। মৃত্যু হওয়া ৫০৫ জনের মধ্যে রাজশাহী ৭৫ জন, চাঁপাইনবাগঞ্জে ২১ জন, নওগাঁ ৩৫ জন, নাটোর ১৮ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৩ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ২১৫ জন।
এস/আর