রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৬৮ জনের করোনা শনাক্ত ও চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৯৩৯ জন ও মোট ৪৬২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের থেকে এদিন ১৬ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৬৮৫ জন। জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ১২২ জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৪ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৭ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৩ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৯৩৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬২ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ জন ও বগুড়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ৬৮৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৬৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৩৬ জন, নওগাঁ ১৯৪৮ জন, নাটোর ১৪৯৯ জন, জয়পুরহাট ১৫৬৩ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৬৫৬ জন, সিরাজগঞ্জ ৩২৫৭ জন ও পাবনা জেলায় ২৩৮৫ জন। মৃত্যু হওয়া ৪৬২ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫ জন, নওগাঁ ৩২ জন, নাটোর ১৬ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৮৫ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৯ হাজার ৯৬৬ জন।
এস/আর