1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৩ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট ৮ হাজার ৮৩৬ জন করোনা পজিটিভ হয়েছে। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। ৮ হাজার ৮৩৬ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৩ হাজার ৮৩৮ জন, রাজশাহী জেলায় ১৭৮৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ২২৫ জন, নওগাঁ ৬৭৯ জন, নাটোর ৩০৫ জন, জয়পুরহাট ৫৫০ জন, সিরাজগঞ্জ ৮৮২ জন ও পাবনা জেলায় ৫৯৯ জন।
বিভাগে মারা যাওয়া ১১৭ জনের মধ্যে বগুড়া জেলায় ৭০ জন, রাজশাহী জেলায় ১৫ জন, সিরাজগঞ্জ জেলায় ৯ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১১ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন।
সুস্থ হওয়া ৩ হাজার ৫০৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৫৩ চাঁপাইনবাবগঞ্জ ৯৩ জন, নওগাঁ ৫০৫

জন, নাটোর ১০১ জন, জয়পুরহাট ১৮১ জন, বগুড়া জেলায় ১ হাজার ৮৯৬ জন, সিরাজগঞ্জ ১৩৮ জন ও পাবনা জেলায় ২৩৬ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রায় শনাক্ত হওয়া অর্ধেক রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা সবচাইতে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২২৫

জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১২৯৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২২৮৬ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৯ হাজার ৩৫৫ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team