নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুনভাবে করোনায় শনাক্ত হয়েছে ৯০ জন। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৮৩ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৯১৪ জনে। আর এ পর্যন্ত ১৪ হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ১৮ হাজার ৯১৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৭৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৩৮ জন, নওগাঁ ১২৩৭ জন, নাটোর ৯৩১ জন, জয়পুরহাট
১০২৪ জন, বগুড়া জেলায় ৭ হাজার ১৬০ জন, সিরাজগঞ্জ ২০১৮ জন ও পাবনা জেলায় ১০৫২ জন। মৃত্যু হওয়া ২৮৩ জনের মধে রাজশাহী ৪২ জন, চাঁপাই ১৪ জন, নওগাঁ ১৭ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৬ জন, বগুড়া ১৭২ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৭ হাজার ৫০৪ জন।
এমকে