নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় একদিনে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১৭৮ জন। নতুন ৮ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ২৩৬ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৬৩৩ জনে। নতুন করে ১ দিনের ৮ জনের মৃত্যু হয়। আর এ পর্যন্ত ১১ হাজার ৪৫১ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৬ হাজার ৬৩৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪২৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬৪৩ জন, নওগাঁ ১১০৯ জন, নাটোর ৭৭১ জন, জয়পুরহাট ৮৯৭ জন, বগুড়া জেলায় ৬ হাজার ১৫৪ জন, সিরাজগঞ্জ ১৮২৮ জন ও পাবনা জেলায় ৯৫৪ জন।
বিভাগে মারা যাওয়া ২৩৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৭ , চাঁপাইনবাবগঞ্জ ১১ জন, নওগাঁ ১৬, নাটোর ৩ জন, জয়পুরহাট ৫ জন, বগুড়া জেলায় ১৪৪ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ১১ হাজার ৪৫১ জনের মধ্যে রাজশাহী ২৬৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪০৪ জন, নওগাঁ ৯৫৭ জন, নাটোর ৪৪০ জন, জয়পুরহাট ২১৯ জন, বগুড়া জেলায় ৫ হাজার ০৫ জন, সিরাজগঞ্জ ৯১৬ জন ও পাবনা জেলায় ৮২৬ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে।
বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৯৪৯ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৩১০ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৫ হাজার ২৯০ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এমকে