1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১২

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলা, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট ১১০ জনের মৃত্যু হলো। আর ২৪ ঘন্টায় নতুনভাবে আরো ২১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে মোট ৮ হাজার ২৩৭ জন করোনা পজিটিভ হয়েছে। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। ৮ হাজার ২৩৭ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৩ হাজার ৬৫৬ জন, রাজশাহী জেলায় ১৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৭৪ জন, নওগাঁ ৬৭৪ জন, নাটোর ২৮১ জন, জয়পুরহাট ৫৫০ জন, সিরাজগঞ্জ ৭৯১ জন ও পাবনা জেলায় ৫৯৯ জন।
বিভাগে মারা যাওয়া ১১০ জনের মধ্যে বগুড়া জেলায় ৬৭ জন, রাজশাহী জেলায় ১৪ জন, সিরাজগঞ্জ

জেলায় ৯ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১০ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন। দুই জেলায় কারো মৃত্যু হয়নি। সুস্থ হওয়া এরমধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ১৪৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩২১ চাঁপাইনবাবগঞ্জ ৯৩ জন, নওগাঁ ৪৫৫ জন, নাটোর ৯৭ জন, জয়পুরহাট ১৬৪ জন, বগুড়া জেলায় ১ হাজার ৬৯৯ জন, সিরাজগঞ্জ ১১৪ জন ও পাবনা জেলায় ২০৪ জন। রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রায় শনাক্ত হওয়া অর্ধেক রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট,

সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা সবচাইতে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৭৪ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১০৫৪ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯৬৯ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৮ হাজার ৩১১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST