1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে করোনায় আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগে করোনায় আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলা, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেল ১৬২ জন। আর বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৩১৪ জন। নতুন শনাক্ত নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫৬ জন।
গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৫ হাজার ৭৯৯ জন সুস্থ হয়েছে। শনাক্তের প্রায় অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১১ হাজার ৬৫৬ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ৫০৫ জন, রাজশাহী জেলায় ২৬৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪১৬ জন, নওগাঁ ৯২১ জন, নাটোর ৩৯১ জন,

জয়পুরহাট ৬৬১ জন, সিরাজগঞ্জ ১২৭১ জন ও পাবনা জেলায় ৮২২ জন।
বিভাগে মারা যাওয়া ১৬২ রাজশাহী জেলায় ২২, চাঁপাইনবাবগঞ্জ ৪ জন, নওগাঁ ১৩, নাটোর ১ জন, জয়পুরহাট ২ জন, বগুড়া জেলায় ১০০ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ৫ হাজার ৭৯৯ জনের মধ্যে রাজশাহী ১০১২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৫৩ জন, নওগাঁ ৬৬৪ জন, নাটোর ১৫২ জন, জয়পুরহাট ২০০ জন, বগুড়া জেলায় ২ হাজার ৯০৬ জন, সিরাজগঞ্জ ৩৭৫ জন ও পাবনা জেলায় ৩৩৭ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৭৩১ জন

রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৪৩ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫১ হাজার ২৬৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST