রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গতদিনের তুলনায় কমেছে। শেষ ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরো ১১৪ জনের করোনা শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৬৫৫ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬২৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৪৪১ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৭ জন, বাঘা উপজেলায় ৭৪৩ জন, চারঘাট উপজেলায় ৭৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৫৭৫ জন, পুঠিয়া উপজেলায় ৬৬১ জন, পবা উপজেলায় ৬৪৮ জন, তানোর উপজেলায় ৪৫৪ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৪ জন ও মোহনপুর উপজেলায় ৪০৯ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৭৬৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬২৬ জনের। এদিন নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯১ হাজার ৯১৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৪৪১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৫৪৮ জন, নওগাঁ ৬৩২৭ জন, নাটোর ৮১৮৫ জন, জয়পুরহাট ৪৫৩২ জন, বগুড়া জেলায় ২১ হাজার ১৭৭ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ১১৮ জন ও পাবনা জেলায় ১২৪৪১ জন। মৃত্যু হওয়া ১৬২৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩০১ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৪ জন, নওগাঁ ১৪০ জন, নাটোর ১৭০ জন, জয়পুরহাট ৫৬ জন, বগুড়া ৬৬৯ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১০৮৬০ জন।
এস/আর