রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৩৬ জনের করোনা শনাক্ত ও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮১ হাজার ৬৩৫ জন। এদিন গত দিনের থেকে ২৮১ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১২৯০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬১৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৯ হাজার ৫৪ জন। বাঘা উপজেলায় ৫৭৯ জন, চারঘাট উপজেলায় ৬৫৮ জন, পুঠিয়া উপজেলায় ৫৯৭ জন, দুর্গাপুর উপজেলায় ৪৯৫ জন, বাগমারা উপজেলায় ৪৩৮ জন, মোহনপুর উপজেলায় ৩৫৭ জন, তানোর উপজেলায় ৩৮৯ জন, পবা উপজেলায় ৫৯৮ জন ও গোদাগাড়ীতে ৪৩৩ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২২ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮১ হাজার ৭৩৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৯০ জনের। এদিন নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৮ হাজার ২৯৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৩ হাজার ৬১৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৯৩৮ জন, নওগাঁ ৫৮৬৩ জন, নাটোর ৬৬৮২ জন, জয়পুরহাট ৪১৬০ জন, বগুড়া জেলায় ১৮ হাজার ৬১৭ জন, সিরাজগঞ্জ ৮০৬৪ জন ও পাবনা জেলায় ৯৭৫৬ জন। মৃত্যু হওয়া ১২৯০ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৩৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৩৮ জন, নওগাঁ ১১৬ জন, নাটোর ১১১ জন, জয়পুরহাট ৪৯ জন, বগুড়া ৫৪২ জন, সিরাজগঞ্জ ৬১ জন ও পাবনায় ৩৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৯ হাজার ৭০৭ জন।
এস/আর