শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্তের হার কমেছে। এদিন বিভাগের ৮টি জেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৯৫৮ জনে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৬৮ জনের। নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। গত কয়েকদিন ধরেই বিভাগে কমেছে করোনা শনাক্তের হার। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৮৩৯ জন। রাজশাহী জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ২৭১ জন। বাঘা উপজেলায় ১৯৩ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬০ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৯৫৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। এদিন নতুন করে কারো ১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৮ হাজার ২৫৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৮৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৬৩ জন, নওগাঁ ২০২০ জন, নাটোর ১৫৩৭ জন, জয়পুরহাট ১৫৮৬ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৮৮৭ জন, সিরাজগঞ্জ ৩৪১৪ জন ও পাবনা জেলায় ২৭০২ জন। মৃত্যু হওয়া ৪৮৩ জনের মধ্যে রাজশাহী ৬৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৮ জন, নওগাঁ ৩৪ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯৪ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৭ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৭৫১ জন।
এস/আর