নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় আরো ৬৬ জন ও জেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট ২৩ হাজার ৪৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪২০৬ জন, বাঘা উপজেলায় ১৭৮ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২১ জন ও গোদাগাড়ীতে ১৫১ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৪৭৪ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ২৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৬৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৮ জন, নওগাঁ ১৪৭০ জন, নাটোর ১১৬০ জন, জয়পুরহাট ১২৩১ জন, বগুড়া জেলায় ৯ হাজার ১৯৫ জন, সিরাজগঞ্জ ২৪৫৭ জন ও পাবনা জেলায় ১৫০৭ জন। মৃত্যু হওয়া ৩৫১ জনের মধ্যে রাজশাহী ৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৮ জন, বগুড়া ২১৪ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৩১০ জন।
এস/আর