নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৬৮৯ জনে। আর গত ২৪ ঘন্টায় বিভাগে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ১৪১ জন। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছে। শনাক্তের প্রায় অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১০ হাজার ৬৮৯ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ৩১১ জন, রাজশাহী জেলায় ২৩৫১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩১৮ জন, নওগাঁ ৮৪১ জন, নাটোর ৩৮৭ জন,
জয়পুরহাট ৬৫৫ জন, সিরাজগঞ্জ ১১৩০ জন ও পাবনা জেলায় ৬৯৬ জন।
বিভাগে মারা যাওয়া ১৪১ জনের মধ্যে বগুড়া জেলায় ৮৫ জন, রাজশাহী জেলায় ১৯ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১৩ জন, জয়পুরহাট ২ জন, নাটোরে ১ জন।
সুস্থ হওয়া ৪ হাজার ৮৫৬ জনের মধ্যে রাজশাহী ৭৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৩৪ জন, নওগাঁ ৬১২ জন, নাটোর ১৪৪ জন, জয়পুরহাট ১৯৫ জন, বগুড়া জেলায় ২ হাজার ৩৯৬ জন, সিরাজগঞ্জ ৩০৩ জন ও পাবনা জেলায় ৩০৯ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের
তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৫৮০ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৭৮ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫০ হাজার ৭১৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এমকে