1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে আরো ১০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

রাজশাহী বিভাগে আরো ১০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯ নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। আর নতুনভাবে শনাক্ত হয়েছে ১০৪ জন। আর মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৪৬০ জনে। আর নতুন ১ জন নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮৪ জনে। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৭ হাজার ৭৪৩ জন সুস্থ হয়েছে। শনাক্তের অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৩ হাজার ৪৬০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৩৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৯০ জন,

নওগাঁ ৯৫৯ জন, নাটোর ৫৪৪ জন, জয়পুরহাট ৭৮০ জন, বগুড়া জেলায় ৪ হাজার ৯৯৮ জন, সিরাজগঞ্জ ১৫০১ জন ও পাবনা জেলায় ৮৫২ জন।
বিভাগে মারা যাওয়া ১৮৪ রাজশাহী জেলায় ২৮ , চাঁপাইনবাবগঞ্জ ৮ জন, নওগাঁ ১৪, নাটোর ১ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১০৯ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ৭ হাজার ৭৪৩ জনের মধ্যে রাজশাহী ১৫৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ২২৮ জন, নওগাঁ ৮০৩ জন, নাটোর ২৩৯ জন, জয়পুরহাট ২০৯ জন, বগুড়া জেলায় ৩ হাজার ৬৪৯ জন, সিরাজগঞ্জ ৫৪৪ জন ও পাবনা জেলায় ৪৮৬ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের

তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২১১০ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৪৪০ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫২ হাজার ৬৬৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST