1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগের সংবাদ কর্মীদের সাথে বিএনপির মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগের সংবাদ কর্মীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্ুয়ারী, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সাথে রাজশাহী বিভাগের সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে অবস্থিত একটি রেঁস্তোরার সভাকক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আয়োজনে সভায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে এখন সরাসরি বাকশালী কায়দায় সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। সাংবাদিকরা সঠিক তথ্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পারছেন না। মিডিয়াই পারে সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে। মিডিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে বলে জানান প্রধান অতিথি।

রাজশাহী বিভাগীয় মিডিয়া কমিটির আহবায়ক আতিকুর রহমান রুমনের পরিচালনায় এবং জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য জি এম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সংসদ সদস্য ও সুবর্নজয়ন্তী উদযাপন রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ও সুবর্নজয়ন্তী উদযাপন সদস্য সচিব শামা ওবায়েদ, দৈনিক দিনকালের ব্যাবস্থাপনা সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ।
উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির রাজশাহী বিভাগীয় সদস্য সচিব মাহমুদা হাবিবা, সদস্য ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেত্রী লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, রাজশাহি জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, ছাত্রদল সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
এছাড়াও পাবনা থেকে সাংবাদিক জহুরুল ইসলাম, নওগাঁ থেকে রায়হান আলী, সিরাজগঞ্জ থেকে হারুনুর রশিদ খান হাসান, জয়পুরহাট থেকে আবু বক্কর সিদ্দিক, নাটোর থেকে আবুল বাশার মোঃ মোস্তফা খোকন, চাঁপাই নবাবগঞ্জ থেকে জনাব আলী ও রাজশাহী থেকে ফজলুল করিম বাবলুর নেতৃত্বে শতাধিক সিনিয়র সাংবাদিক মতবিনিময় সভায় যোগদান করেন।
মিনু তার বক্তব্যে বলেন, বিএনপির পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। এ নিয়ে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জাতির বিবেক সাংবাদিকদের তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST