নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিভাগ বিএনপি।
বৃহস্পতিবার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের অায়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও কেন্দ্রীয় সদস্য আবু সাইদ চাঁদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি মাদ্রাসা মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্ত দেওয়া হয়নি। জিরোপয়েন্টে সমাবেশ করতে বলা হয়েছে। ওইদিন সেখানে ওয়ার্কার্স পার্টি সভা করবে বলে জানিয়েছে। তাই সেখানে করাও অনিশ্চিত হয়ে যাচ্ছে। সরকার একের পর এক অন্যায় করছে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
খবর২৪ঘ ন্টা/এমকে