1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলা, ২০১৯


নিজস্ব প্রতিবেদক :
সোমবার নগর ভবনের গ্রিন প্লাজায় বিভাগীয় বৃক্ষমেলা ও ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমি প্রথম মেয়াদে মেয়র থাকাকালে (২০০৮-২০১৩) প্রথম জাতীয় পরিবেশ স্বর্ণপদক রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেছিলাম। নগরীতে এবারো অনেক বৃক্ষরোপণ করা হবে। আগামীতে আমরা আবারো পরিবেশ পদক পাব বলে আশা করছি।
মেয়র আরো বলেন, নতুন রাস্তার দু‘পাশে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ করা সম্ভব। ২০২১ সালের মধ্যে

রাজশাহী মহানগরীর রাস্তারপাশে নানা রঙের ফুলের গাছ দেখতে পাবেন। গাছ শুধু আমাদের পরিবেশ রক্ষা করে না, মানুষের মনের খোরাকও মেটায়।
রাজশাহী জেলা প্রশাসন হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিসারুল আরিফ, আরএমপির উপ-পুলিশ কমিশনার আমীর জাফর। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা আহমদ নিয়ামুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল হক, রাজশাহী নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান সরকার। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম তিনজন নার্সারি মালিককে পুরস্কার প্রদান করা হয়।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST