নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে সোমবার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক ২টি সার্ভিল্যান্স অভিযানসহ মোট ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এছাড়াও ২১ জুলাই বগুড়া জেলার সদর উপজেলায় আরও ১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সার্ভিল্যান্স
অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, সিরাজগঞ্জের শাহাজাদপুরের আকাইদুল মেশিনারী স্টোর, ঘোষ দই ঘর শাহাজাদপুর, আনন্দ দই ঘর দরিয়াপুর, মোদক দই ঘর ও মুসলিম বেকারি।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।