রাজশাহী বিএসটিআইয়ের অভিযানে লাইসেন্স বিহীন সরিষার তেল কারখানা সীলগালা ও ১০,০০০টাকা জরিমানা করা হয়েছে। আজ ১৭ জুন বৃহস্পতিবার বিএসটিআই রাজশাহী ও পাবনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, পাবনা জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মেসার্স খাঁ অয়েল মিল, কালাচাঁদপাড়া, পাবনা কে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ধারা অনুযায়ী ১০,০০০/-
হাজার টাকা জরিমানা করা হয়। এয়াড়াও মেসার্স সাইমা ট্রেডার্স, কালাচাঁদপাড়া, পাবনা প্রতিষ্ঠানটি বিএসটিআই এর লাইসেন্স গ্রহন না করে সরিষার তেল বাজারজাত করায় সীলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন, পাবনা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) । জনস্বার্থ বিএসটিআই’র এ অভিযান অব্যাহত থাকবে।
এস/আর