নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রাজশাহীর ও উপজেলা প্রশাসন, সদর, সিরাজগঞ্জ এর অভিযানে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার রায়হান এবং মামুনুল হক এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। বিএসটিআই এর
সিএম লাইসেন্স না থাকায় এবং মান চিহ্ন ব্যবহারের দায়ে ‘বিএসটিআই আইন’২০১৮ এবং ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর আওতায় মেসার্স ইশা ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
এস/আর