নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই ও উপজেলা প্রশাসন, সদর, জয়পুরহাট রাজশাহীর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ৫টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এরমধ্যে ওজনে কম দেয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড
আইন-২০১৮’ এর আওতায় মেসার্স রফিকুল ভ্যারাইটিজ স্টোর, খেতলাল, জয়পুরহাট (পণ্য এডিবল জেল, লিচু, চার্টনি, লজেন্স, চানাচুর) ২০ হাজার টাকা ও খেতলাল, জয়পুরহাট (পণ্য চকলেট) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আর/এস