সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সামাদ খান। আজ বৃহস্পতিবার রাজশাহী নগরীর কুমারপাড়ায় অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন, ফটোসাংবাদিক ও আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু এবং জিয়া হাসান হিমেল।
নির্র্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহিন খান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজম খান। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন আলী এহসান তুহিন ও দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক রাশেদুর রহমান রাসেল।
এস/আর