প্রেসবিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী রাজশাহীর মূলধারার সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির এক সভায় আবেদন আহ্বানের এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজু সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ি, দৈনিক সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংগঠনের সদস্য হতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে গণমাধ্যমে ন্যূনতম ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার প্রমাণ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, বর্তমানে কর্মরত গণমাধ্যমের নিয়োগপত্র/ পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত রাজশাহী প্রেসক্লাব থেকে অফেরতযোগ্য ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।
এদিকে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির এই সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা রক্ষা উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব অপুকে প্রধান করে গঠিত তিন সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটির অন্য দুই সদস্য হলেন- মো. আনিসুজ্জামান ও জিয়াউল গনি সেলিম। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপ-কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়নের একটি রূপরেখা প্রস্তুত করে আহ্বায়ক কমিটির নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুলুকে প্রধান করে গঠিত ৪ (চার) সদস্যের শৃঙ্খলা উপ-কমিটিতে রয়েছেন আনিসুজ্জামান, জিয়াউল গনি সেলিম ও আবু সালে মোঃ ফাত্তাহ।
এছাড়া সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমানের কাছ থেকে ক্লাবের গঠনতন্ত্র, সাধারণ সদস্য তালিকা এবং তিনি (সাইদুর রহমান) দায়িত্বে (সভাপতি ও সাধারণ) থাকাকালীন প্রেসক্লাবের আর্থিক যাবতীয় হিসাব-নিকাশ বুঝিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য মো. আনিসুজ্জামান, আহসান হাবীব অপু, জিয়াউল গনি সেলিম, আজাহার উদ্দিন ও নজরুল ইসলাম জুলু উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক: আমজাদ হোসেন শিমুল, সদস্য সচিব, রাজশাহী প্রেসক্লাব।
বিএ…