নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার এর সহধর্মিনী মির্জা মাহবুবা মোস্তফা। সভাপতিত্ব করেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ গোমলাম মাওলা। আরো উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হয়দার চৌধুরী, ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (পিওএম) মোহাম্মদ
হেমায়েতুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ। জাতীয় অলিম্পিক ও প্রতিষ্ঠানের পাতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর পর বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে