নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী পুলিশ লাইন গণকবরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকাল সাতটায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ
কমিশনার প্রশাসন সুজায়েত উল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আর/এস