রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১জুন) প্রেসবিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ৮ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, দূর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৬ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি,৬ জনকে মাদকদ্রব্যসহ ও ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
জেলার তানোর থানা পুলিশ ১নং মোঃ হায়দার আলী(৩৪) কে ৭৫ লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আঃ হাকিম (৩৬) কে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ মিজানুর রহমান @ মুক্তা(৩৮) কে ৩ গ্রাম হেরোইন এবং ২নং মোঃ রুহুল আমিন(৩৪) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।
এছাড়াও ডিবি পুলিশ রাজশাহী তানোর থানা এলাকা হতে ১নং মোঃ আকরাম হোসেন(৫০) ও ২নং মোঃ মেহেদী হাসান সাগর(৩০) কে ১০গ্রাম হেরোইন ও ১০০পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএ/