নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন ও কর্ণহার থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রাজশাহী জেলা পুলিশের অভিযানে আরো ৬ জনকে
আটক করা হয়। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, বাগমারা থানা ২ জন, বাঘা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ২ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ গোলাম রব্বানী (৩০) এবং বাবু শেখ (৪০) কে ৭০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।