নিজস্ব প্রতিবেদক :
অনৈতিক দাবি না পুরণ করায় রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিনকে ছাত্রলীগের নেতাকর্মীরা পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে অধ্যক্ষ ফরিদ বাদী হয়ে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাতনামা আরো ৫০ জনকে আসামী করে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করে। মামলার পুলিশ অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে বাকি ৪৫ জনকে ছেড়ে দেওয়া হয় ও ৫ জনকে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় প্রথমে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে ৫ জনকে ওই মামলায় গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিনকে ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে জোর করে পুকুরের পানিতে ফেলে দেয়। এরপর তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
আর/এস