নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিল্স কম্পিটিশন (আঞ্চলিক পর্যায়)-২০১৮ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এর উদ্বোধন করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানা গেছে, শনিবার সকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন রাসিক মেয়র লিটন। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় ইনস্টিটিউটের সামনে
গিয়ে শেষ হয়। র্যালিতে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ। র্যালি শেষে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ও প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।