নিজস্ব প্রতিবেদক :
২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী নিউ ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫৮ জন। তবে রেকর্ড ভেঙ্গে এবার সবথেকে বেশি শিক্ষার্থী ফেল করেছে ৭২ জন শিক্ষার্থী। যেখানে গত বছর নিউ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১ জন পরীক্ষার্থী ফেল করেছিল। ৩৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩২১ জন, মানবিক বিভাগ থেকে ২১ জন ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার নিউডিগ্রী কলেজ থেকে ১ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৬৩ জন, মানবিক বিভাগ থেকে ৩০৮ জন ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ৩০০ জন।
ফলাফল প্রকাশের পর রাজশাহী নিউডিগ্রী কলেজ থেকে একটি আনন্দ র্যালি বের হয়। তবে অন্যান্য বছরের মত এবার তেমনভাবে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়নি। আর ফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থীদের অধিকাংশই কলেজে উপস্থিত হয়নি।
নিউ ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী লাবন্য মৌরী বলেন, এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কারণে কিছু সমস্যা হয়েছে। এ ছাড়া আইসিটি ও পদার্থ বিজ্ঞান পরীক্ষা অধিকাংশ পরীক্ষার্থীরা খারাপ হয়েছিল। নিউডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর জার্জিস কাদিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা/এমকে