নিজস্ব প্রতিবেদক :
সামান্য বিষয়কে কেন্দ্র করে রাজশাহী নিউ ডিগ্রি কলেজে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে। তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে ভাংচুর ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে । এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কলেজ মিলানায়তনে ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আরমান সাদিক এর মোটিভশনমূলক বক্তৃতা অনুষ্ঠান চলছিল। সেখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। বক্তব্য চলাকালে সবাইকে চুপচাপ কথা শুনতে বলায় ছাত্রলীগ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে মিলনায়তনে হট্টগোল সৃষ্টি করে। পরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম জার্জিস কাদির ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পিসহ অন্যান্যদের নিয়ে নিজ দপ্তরে আলোচনার জন্য যেতে লাগলে ভাংচুর করতে শুরু করে ছাত্রলীগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, কিছু ফুলের টব ও বেঞ্চ ভাংচুর করেছে ছাত্রলীগের কর্মীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ
খবর২৪ঘন্টা/এম কে