রাজশাহী মহানগরীতে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ২ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানাধীন মাসকাটাদিঘী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, মোঃ সুজন (২৮) ও মো: আরিফ (২৬)। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সঞ্জাম তাস উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।