নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরী থেকে সৎ মা কর্তৃক অপহৃত শিশু আলিয়া (২) কে উদ্ধার ও অপহরণকারী সৎ মাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে তাকে ঢাকা জেলার আশুলিয়া এলাকার জামগড়া এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার ও তার সৎ মা সাজেদা বেগম (৩০) কে আটক করে নগরীর শাহমখদুম থানা পুলিশ। সাজেদা নগরীর শাহমখদুম থানার ওমরপুর এলাকার উজ্জলের স্ত্রী। বৃহস্পতিবার তাকে অপহরণ মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, চলতি মাসের ১৬ তারিখ রাতে ওমরপুর গ্রামের
উজ্জলের স্ত্রী সাজেদা তার সৎ মেয়ে শিশু আলিয়াকে নিয়ে ঢাকায় পালিয়ে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ১৮ তারিখ শিশু আলিয়ার বাবা উজ্জল নগরীর শাহমখদুম থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশবিষয়টি তদন্ত করে অপহরণকারী নারী সাজেদার অবস্থান নিশ্চিত করে। এরপর বুধবার রাত ১০টার দিকে পুলিশের একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সৎ মা সাজেদাকে গ্রেফতার করে ও শিশু আলিয়াকে উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় অপরহরণ মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে
প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, অপহরণকারী সাজেদা উজ্জল ৫ম স্বামী। এর আগের স্বামীর দুই সন্তানকে সে কোথায় লুকিয়ে রেখেছে তার হদিস নেই। এভাবে সতীনের ছেলেমেয়েদের লুকিয়ে রেখে টাকা আদায়েরও কথা শোনা গেছে তার বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশু আলিয়ার মা সৌদি আরব থাকেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।