নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-ঢাকা-রাজশাহী ট্রেনের অগ্রিম টিকিট পুনরায় বিক্রি শুরু হয়েছে। আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বরের অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয়েছে। এছাড়া কাউন্টারগুলোতে অগ্রিম আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হবে। রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত
করে বলেন, রাজশাহী-ঢাকা-রাজশাহী আন্তঃনগর ট্রেনের আসন বিন্যাসের নতুন করে করার জন্য ২৭ ডিসম্বেরের অগ্রিম টিকিট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে তা প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, গত দু’দিন আগে টিকিট কাউন্টারে ঝুলানো হয়েছিল আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম টিকিট বন্ধ করে দেয়া হয়েছে।
আর/এস