নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা এবং দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম সভায় সভপতিত্ব করেন। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন। কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার সকলকে ধন্যবাদ জানান। পুলিশ
লাইন্সসহ জেলা পুলিশের সকল ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ যাতে বজায় থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক-জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। গণমুখী পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন। সোসাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে গুজব ও বিভ্রান্তকর তথ্য ছড়াতে না পারে সে বিষয়ে থানার অফিসার ইনচার্জদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।
আর/এস