নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ও দুপুর ১২টায় পৃথক এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক
সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন। অপরাধ সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক দমনে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাসিত সেবা পায় তা নিশ্চিতকরতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন।
আর/এস