গত ২৪ ঘন্টায় (৬অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৮ জন, দুর্গাপুর থানা ১১ জন, পুঠিয়া থানা ৭ জন ও চারঘাট মডেল থানা ৪ জনকে আটক করে।
যার মধ্যে ৩১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং মোঃ কারফুল ইসলাম(৪৯) এবং ২নং মোঃ রইচ উদ্দিন(৪৪) কে ৪ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ জাফর শাহ @ জালফোর(৩৫) কে ১২.০০গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আমিনুল হক(৪৬) এবং ২নং মোঃ শহিদুজ্জামান রকেট(৩৫) কে ৭৫.৬৪কেজি কীটনাশকসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএন