নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশেষ কল্যাণ সভা পুলিশ লাইনে ও আইনশৃঙ্খলা সভা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার)। এ সময় রাজশাহী জেলায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশেষ কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে আবাসন ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের
বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলমান অভিযান জোরদার করাসহ জনবান্ধব ও আধুনিক পুলিশিং ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে কাজ করবে এবং অপরাধমূলক কর্মকা-ে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তিনি জনসাধারণ যাতে প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানির মুখোমুখি না হয় তা নিশ্চিত করার জন্য থানার অফিসার ইনচার্জদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম প্রমূখ।
আর/এস