নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কুয়িক রেসপন্স টিম কিউআরটি’র প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। গতকাল ২৪ নভেম্বর ট্রেনিং শেষে কিউআরটি’র ১৪ সদস্যের দল দেশে ফিরেছেন। দাঙ্গা দমন, জঙ্গী গ্রেফতারসহ পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জিং কাজ দক্ষতা ও পেশাদারীত্তের সাথে করার জন্য এ টিম গঠন করা হয়েছে। এ টিম রাজশাহী জেলার যেকোনো থানা এলাকায় বড় ধরনের দাঙ্গার সৃষ্টি হলে বা কোথাও জঙ্গী গ্রেফতারের প্রয়োজন হলে অথবা যেকনো দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় এ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। কিউআরটি দলটি জর্ডান ও ইটালির প্রশিক্ষন গ্রহণ করেছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।