নিজস্ব প্রতিবেদক : ” মুজিববর্ষের মূলমন্ত্র -কমিউনিটি পুলিশিং সর্বত্র ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রাজশাহীর বাগমারা থানাধীন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স ভবনে কমিউনিটি পুলিশিং ডে – ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী – ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক । বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ) টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) । এর আগে বেলা ১১.১৫ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ এর শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি। আলোচনা অনুষ্ঠানে
এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যববৃন্দ, উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনতার সাথে পুলিশের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে এবং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে যাচ্ছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার এবং শ্রেষ্ঠ কমিউনিটি সদস্যের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরন করা হয়।
এস/আর