সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী জেলা পরিষদে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব।প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা পরিষদের সদস্য আবদুস সালাম, মোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহাবুবুর রহমান প্রমুখ।
সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য কৃষ্ণা দেবীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ, আবুল ফজল প্রামানিক, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য শিউলী রানী সাহা, রাবিয়া খাতুন সীমা, জয়জয়ন্তী সরকার মালতি প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে জেলা পরিষদ মসজিদের ঈমাম নাহিদ ইসলাম ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। এতে জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।