নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও আ’লীগ নেতা ভুলু ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। রামেক হাসপাতালের জরুরী বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ভুলু রাজশাহী মহানগর আ’লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আ’লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন। জানা গেছে, মাহবুব জামান ভুলু মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে
ইউএস বাংলার একটি বিমানে উঠেন। এরপর বিকেল ৪টার দিকে বিমানটি রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার বছর রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে ভোট হলে দলীয় মনোনয়ন পান তিনি। দলীয় মনোনয়ন পেয়েও মোহাম্মদ
আলী সরকারের কাছে ভোটে পরাজিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নগর আ’লীগের সভাপতি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আরএমপির এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে