সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহী জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম চিনু (৪০) (ইন্না—-রাজিউন)।
তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার দাওয়ুদ আলীর ছেলে তিনি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন থেকে অটো রিকশা যোগে নগরের কাশিয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে সাইরগাছা মোড়ে পৌছালে পিছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে রিকশাওলাসহ তারা সকলেই পড়ে যান।
এ সময়ে নজরুল ইসলাম চিনু ও অটো রিকশা চালক জ্ঞান হারিয়ে ফেলেন।
রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম ও সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খাঁন এবং দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে ও সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম তুলে ধরে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণের জন্য কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দূর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক নজরুল ইসলাম চিনু কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও অটো রিকশা চালক গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ ও ৩০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খান জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে ও সরকারে উন্নয়নমুলক প্রচারণায় যেতে পথে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু ও অটো রিকশা চালক অজ্ঞান হয়ে পড়েন।
সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন।
বিএ/