নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তাজুল ইসলাম ফারুক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বছর। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা
আ’লীগের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ বলেন, উপশহরের নিজ বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। তিনি রাজশাহী উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
খবর ২৪ ঘণ্টা/আর