নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় হঠাৎ বেড়েছে করোনা শনাক্তের হার। আগের দিন ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিল ১০ জনের। কিন্তু গত শেষ ২৪ ঘন্টায় আরো ১০ জন বেড়ে ২০ জনে পৌঁছেছে। আগের দিনের তুলনায় শেষ ২৪ ঘন্টায় ৫০ শতাংশ বেড়েছে করোনা শনাক্তের হার।
রাজশাহী জেলায় ২০ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৭ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৯০ জন, বাঘা উপজেলায় ১৭৩ জন, চারঘাট উপজেলায় ১৭১ জন, পুঠিয়া উপজেলায় ১৪২ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৯ জন ও গোদাগাড়ীতে ১৩৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৯৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩২৮ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৯৭২ জন। শনাক্তের মধ্যে ২০ হাজার ৩৪৬ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৯৭২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩৮৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৩ জন, নওগাঁ ১৩৮০ জন, নাটোর ১১০৭ জন, জয়পুরহাট ১১৭৭ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৫০৩ জন, সিরাজগঞ্জ ২৩২৬ জন ও পাবনা জেলায় ১২৮৯ জন। মৃত্যু হওয়া ৩২৮ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২২ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৯ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৯৩১ জন।
এস/আর রা