নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৯ জানুয়ারী সারাদেশের ন্যায় রাজশাহী জেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভিটামিন খাওয়ানো শুরু হবে। এতে রাজশাহী জেলার ৯টি উপজেলার ২ লাখ ৮৯ হাজার ৮৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ১১ মাস বয়সি ২৮ হাজার ২৯৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সি প্রতিটি শিশুকে নীল রংয়ের ভিটামিন ও ১২ মাস থেকে ৫৯ মান বয়সি প্রতিটি
শিশুকে লাল রংয়ের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মোট এক হাজার ৭৫৪ কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে আউটরিচ কেন্দ্র ১৭৪৪ টি ও স্থায়ী কেন্দ্র ১০টি। ১৮৪ জন স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ২২৮ জন, পরিবার কল্যাণ সহকারী ২৮৬ জন ও ৩ হাজার ৫০৮ জন স্বেচ্ছাসেবক ক্যাম্পেইন উপলক্ষে কাজ করবে। এ ছাড়া জন্মের পর পর ১ ঘণ্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ানো সহ
১ম ৬ মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো ও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামশও দেওয়া হয়। ক্যাম্পেইনের দিন তথ্য আদান প্রদানের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর