নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় গত ২৪ ঘন্টায় তিন গুণ বেশি করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় ১০ জন বেশি। এর আগের দিন জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়। কিন্ত গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। তবে এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের তুলনায় এদিন কম রোগী শনাক্ত হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩১৬ জন, বাঘা উপজেলায় ১৭৯ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৫০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩১ জন ও গোদাগাড়ীতে ১৫৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৫৬ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দু’দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ১৩৪ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৮৬৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৭২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৫ জন, নওগাঁ ১৫০৭ জন, নাটোর ১১৭৪ জন, জয়পুরহাট ১২৭৭ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৪৭৬ জন, সিরাজগঞ্জ ২৫২৮ জন ও পাবনা জেলায় ১৫৮৫ জন। মৃত্যু হওয়া ৩৬৪ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২২ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৯৮৪ জন।
এস/আর