রাজশাহীর বাগমারায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার ১ শত পিচ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ তাদের গেপ্তার করা হয়।
গেপ্তারকৃতরা হলো, বাগমারা থানার সাং-দানগাছি গ্রামের মোকছেদ শাহয়ের ছেলে (১)মোস্তাফিজুর রহমান ওরফে সাব্বির(২৭) বর্তমানে ঢাকা আশুলিয়া থানার পলাশবাড়ী গ্রামের (জৈনক হাসুর বাড়ির ভাড়াটিয়া), বাঘমারা থানার সাদোপাড়া ভবানীগঞ্জ পৌরসভার মৃত আতাউর রহমানের ছেলে (২)আফজাল হোসেন(৪০), গাজীপুর থানার দক্ষিণ লতিফপুরের মৃত খন্দকার লোকমানের ছেলে (৩)খন্দকার শাহীন (৫৫), এরশাদ আলীর ছেলে (৪) রিপন আলী(২৭), সাইফুল ইসলাম ভুট্টুর ছেলে (৫) নাহিদ হাসান (২০) তারা উভয়ে বাগমারা থানার উত্তর একডালা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা বাগমারা থানাধীন চাঁনপাড়া হেলিপ্যাড মাঠের মধ্যে মাদক নিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহন করে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে তাদের নিকট থেকে ২,১০০ (দুই হাজার একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন কাজে ব্যবহৃত ১টি পুরাতন সাদা রংয়ের এলিয়ন (Modified) ১৫০০ সিসি প্রাইভেট কার এবং ১টি পুরাতন কালো রংয়ের এ্যাপাসি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে, গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বিএ/