নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলায় আগামী ১১ জানুয়ারি পৌনে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় গতকাল বুধবার বিকেল পৌনে চারটার দিকে এ তথ্য জানান রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার এনামুল হক। অবহিতকরণ সভায় জানানো হয়, ১১ জানুয়ারি ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২
থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জন্মের পরপর এক ঘণ্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো ও শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো খাওয়াতে হবে। রাজশাহী জেলার নয়টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৬০০০৮ জন সহ মোট ২৮৮৬২০ জন শিশুকে ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১৭৫৪ টি কেন্দ্রের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে। এরমধ্যে আউটরিচ কেন্দ্র ১৭৪৪ ও স্থায়ী কেন্দ্র ১০ টি। স্বাস্থ্য সহকারী ১৭২, ২২৮ জন সিএসসিপি, ২৮২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৫২৬২ জন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে। তথ্য আদান প্রদানের জন্য ১১ জানুয়ারি সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত পর্যায়ক্রমে দুজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। যে কোন তথ্য জানার জন্য
নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ডাক্তার কামরুল হাসান মেডিকেল অফিসার ০১৭১৬৬৯৬১১০ ও মেডিকেল অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক ০১৭৪৬৭০৩৫০১ এই দুটি নাম্বারে যে কোন তথ্য আদান-প্রদান করা যাবে। সাংবাদিকদের অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডাক্তার এনামুল হক বলেন, এবছর দেশেই তৈরি ভিটামিন ই ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ভিটামিন এ খাওয়ালে কোন কোন শিশুর বমি হতে পারে তবে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ভিটামিন এর অভাবে শিশুদের অনেক সমস্যা হয় তাই সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে।
আর/এস