1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী চেম্বারের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

রাজশাহী চেম্বারের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম এর সাথে রাজশাহী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, , রাজশাহী মহানগরীর সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল। ব্যবসায়ীগণের নিকট হতে চাঁদাবাজি অথবা অন্য কোন ধরনের আইন শৃংখলা জনিত সমস্যা বর্তমানে নাই। তারা আরএমপি’র কাজের প্রসংশা করে বলেন যে, পুলিশের নিরলস তৎপরতায় রাসিক এবং জাতীয় নির্বাচন কোন সংকট ছাড়াই সম্পন্ন হয়েছে এবং মাদক সমস্যা বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে, তবে এটাকে শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য তারা পুলিশকে আরো অধিক তৎপরতা চালানোর পরামর্শ দেন।

তারা আরো বলেন, শহরে ইজি বাইকের আধিক্যের সমস্যা সমাধানের জন্য সেগুলোকে জোড়-বিজোড় নম্বর অথবা পৃথক রং দিয়ে কোন একটি নম্বর বা রং এর বাইক শুধু নির্দিস্ট দিনেই চলাচল করবে এমন নিয়ম করা যেতে পারে। এছাড়া তারা আরো বলেন, সামনে রমজান মাস আসছে, এ সময় উঠতি বয়সী ছেলেদের নগরের বিভিন্ন মোড়ে যথেচ্ছ আড্ডা দেয়ার বিষয়টি পুলিশ যাতে নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কমিশনার মহোদয় সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন মাদক একটি সার্বজনিন সমস্যা। এটা শুধুমাত্র আইন শৃংখলা বাহিনী কর্তৃক সমাধান হয়ে যাবার মতো বিষয় নয়। পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি মাদক নির্মূলে সকল শ্রেণীর মানুষের দায়িত্ব রয়েছে। আইন শৃংখলা রক্ষাকারী সংস্থা আইন প্রয়োগ করবে এবং এর সাথে সকল সামাজিক সংগঠন সচেতনতা তৈরিতে কাজ করবে এবং এই সচেতনতা তৈরি করতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের বায়েজেষ্ঠ্য ব্যক্তি ও অন্যান্য সকল সামাজিক সংস্থা হতে।

যানজট সমস্যা নিরোসনের বিষয়ে কমিশনার মহাদয় কমার্স নেতৃবৃন্দের পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন রাসিক এবং আরএমপি ইজি বাইকের জোড়-বিজোড় নম্বর বা ভিন্ন ভিন্ন রং এই ধরনেরই একটি পরিকল্পনা করছে যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। মাদক স্পটে অভিযান চলছে এবং উঠতি বয়সী ছেলেদের যেখানে সেখানে আড্ডা সংক্রান্ত বিষয়টি আরএমপি দ্রত সমাধান করবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST