1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী-চাঁপাই মহাসড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

রাজশাহী-চাঁপাই মহাসড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

গোদাগাড়ী প্রতিনিধিঃ  কাজ শুরু হতে না হতেই রাজশাহী- চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজে অনিয়ম আর নিন্মমানের কাজ করার অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসী কাজের শুরুতে এত নিন্ম কাজের প্রতিবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন হতে রাস্তাটি খনা খান্দে ভড়ে আছে। অসংখ্য গর্তের সৃষ্টির কারনে পথ চলতে অসুবিধা হয়।

ঘন ঘন দূর্ঘটনার ফলে অনেকের প্রাণ হানির ঘটনাও ঘটে যাচ্ছে। সবে মাত্র রাজশাহী- চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী রেল গেট বাইপাস হতে চাপাল এলাকার মহাসড়কের মেরামত কাজ শুরুতেই নিন্মমান করছে । মানা হচ্ছে না নিয়ম কানুন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সরে জমিনে গিয়ে সত্যতাও পাওয়া যায়।

দেখা যায়, শ্রমিকরা আগের পুরাতন পাথর গুলো তুলে ফেলছে তবে ঠিক মতা সেগুলো না উঠিয়ে নাম মাত্র উঠিয়ে বেশীর ভাগ রেখেই দিচ্ছে। সেই সাথে ইট খুয়া, বালু, পাথরের সাতে ময়লার ভাগার একই সাথে আছে জমে আছে। ঠিকমত পরিষ্কার না করে ধুলো, ময়লা, মাটি এক সাথেই রেখে দিয়েছে।

 

মহাসড়কের রাস্তার দুইপাশের পাথর ,ইট, খুয়াও ঠিকমত না তুলে সেখানেই রেখে দিয়েছে। ময়লার সাথে এসব রেখে দিয়ে কাজ করলে কাজের কোন অগ্রগতিই হবে না বলে মনে করছে এলাকাবাসী। নিয়ম অনুযায়ী কাজের সিউিউল টাঙ্গিয়ে কাজ করার কথা থাকলেও সেটিরও দেখা মেলেনি।

রাস্তায় ময়লা আবর্জনার সাথে এমন ভাবে কাজ করলে রাস্তাটি বেশীদিন টেকসই তো হবেই না বরং অল্পসময়ের তা উঠে গিয়ে পুনরায় জনগন দূর্ভোগের কবলে পড়বে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বুধবার স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ী সদরে আসার সময় ঠিকাদারদের মহাসড়কের কাজের নিন্মমানের বিষয়টি চোখে পড়ে। তিনিও এই নিন্ম কাজ না করার পক্ষে।
সাংবাদিকরা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমিও রাস্তার কাজের মান নিয়ে সন্তুষ্ট নয়। ইতো মধ্যে রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কাজের ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান।

সরজমিনে রাস্তার মান দেখতে যাওয়ার সময় সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদির প্রতিষ্ঠান আমিনুল হক প্রাঃ লিঃ এর প্রডাকশন ম্যানেজার পলাশের সাথে কথা বলে জানাযায়, আমরা ১৬ কোটি টাকা বরাদ্দে ১৪ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ গত ২০ জানুয়ারী হতে এই সড়কের কাজ হাতে নিয়েছি।

সবে মাত্র শুরু এই কাজে কোন অনিয়ম আর নিন্ম মানের হবে না বলে জানান। তবে ঠিকা প্রতিষ্ঠানের পরিচালন নঁওগা জেলার মনির ও মিঠুর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি না করতে দেয় নি। তাদের মোবাইল নং বারবার চাওয়া হলে তিনি অপরাগতা প্রকাশ করে বলেন আমাদের কে মোবাইল নং দিতে নিষেধ আছে।

এই সময় সড়ক ও জনপদ বিভাগের কর্তব্যরত উপ-সহকারি প্রকৌশলী এনামুল হক উপস্থিত ছিলেন। তার কাছে কাজের মান জানতে চাওয়া হলে তিনিও ঠিকাদার লোকের সাথে তাল মিলিয়ে বলেন , কাজের শুরু কোন অনিয়ম বা নিন্ম মান হবে না। আমরা ভাল মানের কাজ বুঝিয়ে নেব।

রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনিচি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের কাজের বিষয়ে সংসদ ওমর ফারুক চৌধুরী আমাকে ফোন দিয়ে ভালমানের কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা ঠিকাদারের সাথে কথা বলে কাজ যাতে কোন মতেই খারাপ ও নিন্ম মানের না হয় সেই বিষয়ে সজাগ থাকবে বলে জানান।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST